Your Cart
:
Qty:
Qty:
বাবা/মা হিসেবে কি শুধু ভুল করে চলেছি?

দুই বছরের আব্দুল্লাহর কিছু অনাকাঙ্খিত আচরণ যখন দেখি, বেশ চিন্তিত হয়ে পড়ি!
পরক্ষণেই আবার মনে হয়, শিশুরা তো তাদের বাবা-মায়ের মিরর রিফ্লেকশন, সে যা দেখে তাই শেখে, তাই করে।
সে তো এই আচরণ নিয়ে জন্মগ্রহণ করেনি, কিংবা আসমানী ভাবেও এগুলো শেখেনি, এগুলো তো আমাদের কাছ থেকেই শিখেছে! তবে কি বাবা হিসেবে ভুল করছি?
শিশুরা অনেক সময় সামান্য কোনো বিষয় নিয়ে কান্নাকাটি করে, চিৎকার করে কথা বলে। আবার কখনও তাকে কোনো কাজ করতে বললে সে অসম্মতি জানায়, কিংবা সিম্পলি দাঁড়িয়ে থাকে কিন্তু কাজটা আর করে না। অনেক সময় রাগ দেখায়, বা কোনোকিছু নিষেধ করলে তার উল্টোটা করে!
এগুলো বাচ্চারা কেনো করে? অনেকে হয়তো বলবেন বাচ্চারা একটু-আধটু ওরকম করেই, বড় হলে ঠিক হয়ে যাবে।
কিন্তু, বাবা-মা হিসেবে আমরা কি সন্তানের সামনে ভালো আচরণ প্র্যাকটিস করছি ফ্যামিলিতে?
রাগের সময়ও মাথা ঠাণ্ডা রেখে কথা বলার চেষ্টা করছি তো?
পরিবারের সদস্যদের সাথে যথাযথ সম্মান দিয়ে কথা বলছি কি? বিকেলে রাস্তায় শিশুকে নিয়ে যখন হাঁটতে বের হচ্ছি, তখন পথচারী/প্রতিবেশীদের সালাম দেয়া, মৃদু হেসে কুশল বিনিময়ের চর্চা করছি কি?
রিকশাচালক ভাই, দাড়োয়ান চাচা, বাসার হেল্পিং হ্যান্ড আন্টি- ওনাদের সাথে সম্মানজনক আচরণ করছি তো?
তা না হলে, আমাদের সন্তানরা এসকল নৈতিক গুণাবলী শিখবে কোথা থেকে? এই দুই বছরে বাবা হিসেবে অন্যতম শিক্ষা হলো, বাচ্চাদেরকে আসলে বলে শেখানো যায় না, তাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করতে হয়, যা দেখে তারা শেখে প্রতিনিয়ত।
নিজেদের খারাপ আচরণগুলো পরিহার করে, ভালো অভ্যাস গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হয়! এতে করে কিন্তু একই সাথে আপনি নিজের উন্নতি করবেন, আবার সন্তানের জন্য একজন আদর্শ শিক্ষক হিসেবেও অবতীর্ণ হলেন।
আরেকভাবে দেখলে, আপনার সন্তানই কিন্তু আপনার শিক্ষক! সে সর্বদাই আপনাকে ভালো আচরণ শিখতে ও শেখাতে প্রেরণা যোগাবে।